রাম-বাম জোটের বক্তব্যে শিলমোহর!বোর্ড গঠন নিয়ে তৈরি বিতর্ক!ঘোষণা হল শুনানির দিনক্ষণ।

ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে সিপিএমের প্রার্থী আব্দুল জব্বার-কে পুলিশ দিয়ে গ্রেফতার করানোর অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। গত ১১ই অগস্ট ছিল বোর্ড গঠনের দিন। তৃণমূল বোর্ড গঠন করলেও, এরপর বোর্ড গঠন নিয়ে বিতর্ক ওঠে। বিরোধীরাও আদালতে যায়। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন ৬ সপ্তাহের মধ্যে পুনরায় নির্বাচন করে বোর্ড গঠন করতে হবে। সেই নির্দেশ মত গ্রাম পঞ্চায়েত স্তব্ধ হয়ে পড়ে এবং নির্দেশ আসে ২৮শে নভেম্বর গঠন হবে বোর্ড। তবে তার আগেই ২৫শে নভেম্বর ডিভিশন বেঞ্চ-এ তৃণমূল বোর্ড গঠনে স্টে অর্ডারের আপিল করে। অন্যদিকে, সিপিআইএম-এর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই কেস লড়ে ডিভিশন বেঞ্চে তৃণমূলের জয়ী ১১ প্রার্থীর আপিল খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয় আগামী ২৮ তারিখ নির্বাচন হবে এবং আগামী ৮ই ডিসেম্বর এই কেসের অন্তিম শুনানি।

পাশাপাশি মঙ্গলবার শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীন কার্যত শাসকদলের বক্তব্যে শিলমোহর পড়ল। শাসক দল তৃণমূলের বারবার দাবি ছিল রাম-বাম জোটের কথা। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষও এই জোটকে অশুভ জোট বলে দাবি করতেন। আর এবার সেই বক্তব্যেই সিলমহর পড়ল। এদিনের বোর্ড গঠন প্রক্রিয়া শুরুর পূর্বে দেখা যায় বিজেপি-সিপিএম ও নির্দল জয়ী প্রার্থীরা একসাথে রয়েছেন নন্দকুমারের সিপিআইএম পার্টি অফিসে এবং এক সাথে দল বেঁধে নন্দকুমার সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরেও আসেন তারা। অপরদিকে, তৃণমূলের প্রার্থীরা আলাদাভাবে এসে পৌঁছয়। শেষে বের হয়ে জোট প্রার্থীরা পুনরায় সিপিআইএম-এর পার্টি অফিসে ফিরে যায়। তবে, ইতিমধ্যেই এই জোট নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

 

আরো দেখুন:North 24 Parganas:অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল প্রেমিকার!মানসিক চাপে মৃত্যু প্রেমিকের