এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কি জেরা করবে ইডি? কার্যত তেমনই জল্পনা উস্কে দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ!কি এমন জানালেন বিজেপি সাংসদ?জানুন!

বর্তমানে শনির দশা লেগেছে শাসক শিবিরের অন্দরে।একের পর এক নেতা মন্ত্রীর কোমরে সমানে দড়ি বেঁধে দিচ্ছে তদন্তকারী কর্মকর্তারা।তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী দুর্নীতির অভিযোগ নিয়ে এমনিতেই অস্বস্তিতে দল।তদন্তে কার নাম উঠে আসে, কেচো খুঁড়তে গিয়ে কেউটে না বেরিয়ে পড়ে সেই নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে দলের মধ্যে।এরইমধ্যে ফের একবার দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কেও কেন্দ্রীয় সংস্থার তলব করা উচিত বলে মনে করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তাঁর কথায়, ‘পার্থ, বালু জেলে গেছেন।ভাইরা দিদির সম্পর্কে সব জানেন। মুখ্যমন্ত্রীকে তাহলে কেন ডাকা হবে না ইডির তরফে। আমার মনে হয় নতুন বছরে সিবিআই-এর ডাক পরতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেউ যেন বাইরে না থাকে। নতুন বছরে আরও কিছু লোককে জেলের ভাত খেতে হবে। ‘

এদিকে, দিলীপ ঘোষের এহেন মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল।তাদের কথায়,- সব আগে থেকেই বুজে যায় গেরুয়া শিবির।এতে প্রমাণিত হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে দলীয় সংগঠনে পরিণত করেছে বিজেপি।

 

আরো দেখুন:Suvendu Adhikari:’আমি ওনার স্ত্রীকে দিয়ে এখনই কিডনাপের অভিযোগ দায়ের করব’বিজেপি যুব নেতাকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর