চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পন্ন হল কেষ্টপুর পশ্চিম পরিচালিত শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের প্রতিমা বিসর্জন।প্রতিমা বিসর্জনে উপচে পড়ল সাধারণ মানুষের ঢল!
সূত্রের খবর,একসময় কেস্টপুরে তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন পৌর প্রতিনিধি সর্গীয় সুখেন চক্রবর্তী এই জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন।সেই ধারাবাহিকতা এখনও বজায় রেখেছিল বিধাননগর পৌরনিগম ১৭ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌর প্রতিনিধি আশুতোষ নন্দী। মঙ্গলবার একাধিক বিশিষ্ট জনদের উপস্থিতিতে কেস্টপুর পশ্চিম পরিচালিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর সাড়ম্বরে উদ্বোধন হয়।এরপরই চলে একের পর এক অনুষ্ঠান,সামাজিক কর্মসূচি।দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোতেও আলোকিত হয়ে উঠেছিল কেস্টপুর চত্বর।এরইমধ্যে শুক্রবার সন্ধ্যায় সুবিশাল এক শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন হলো জগদ্ধাত্রী মায়ের প্রতিমার!আর এই শোভাযাত্রায় এদিন উপচে পড়েছিল দ্বিগুন মানুষের ঢল।
আট থেকে আশি সকল মানুষই এদিন পৌর প্রতিনিধির সাথে পা মিলিয়েছিল এই সুবিশাল শোভাযাত্রায়।একইসঙ্গে চলেছিল একে অপরকে সিধুর দান পর্ব।
সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে এদিন উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো!