খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন পেয়ারে কাবাব। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ:
আধা কেজি চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি,
কাজুবাদাম কুচি, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, জায়ফল গুঁড়ো,
এক কাপ বেসন, কসৌরি মেথি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন, মাখন পরিমাণমতো, কাঁচালঙ্কা কুচি।
পদ্ধতি:
মাংসের কিমা ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বাটিতে মাংসের কিমার সঙ্গে সমস্ত গুঁড়ো মশলা মাখিয়ে নিন। তারপর মাংসের ওই মিশ্রণে বেসন দিয়ে ভালো করে মেখে নিন।
কাবাবের শিক বা কাঠির গায়ে তেলের পরত মাখিয়ে নিন। কবাব গড়ার আগে একটি পাত্রে জল নিয়ে বসুন। এ বার ওই জলে হাত ডুবিয়ে শিকের গায়ে কাবাব গড়তে শুরু করুন।
বেশ খানিকটা মাংসের মণ্ড নিয়ে হাত দিয়ে চেপে চেপে শিকের গায়ে কাবাব গেঁথে নিন। গ্যাস ওভেনের উপর পাউরুটি সেঁকার জাল বসিয়ে কাবাবগুলি উল্টেপাল্টে সেঁকে নিন।
মাঝেমধ্যে মাখন লাগিয়ে আবার সেঁকতে বসাবেন। পুরোটা ভালো ভাবে সেঁকা হয়ে গেলেই তৈরি পেয়ারে কাবাব। এর উপরে চাটমশলা ছড়িয়ে দিন। পুদিনা চাটনি, স্যালাড সহযোগে গরম গরম পরিবেশন করুন।
আরো পড়ুন:Recipe: বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন কড়াইশুঁটির কচুরি
Image source-Google