খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছে “আলোর কোলে” যা প্রযোজনা করছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। শেষ তিনি “কনকাঞ্জলি” প্রযোজনা করেছিলেন। আবার প্রায় ১২ বছর পর তিনি ফিরে এলেন ছোট পর্দায়।
বর্তমানে টিআরপি পর্দার ধারাবাহিকগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই তালিকায় ভালো ফল করতে না পারলে বন্ধ হচ্ছে সিরিয়াল। তাই প্রযোজক হিসেবে কি সতর্কতা নিচ্ছেন বুম্বাদা?
প্রসেনজিতের (Prasenjit Chatterjee) কথায়, ‘‘আসলে এখন প্রতিযোগিতা অনেক বেশি। সিনেমা-ওটিটিতে এত ধরনের কনটেন্ট। তাই একটা ঝুঁকি তো থাকেই। তবে চ্যালেঞ্জও রয়েছে। আসলে এটা জীবনের অঙ্গ।’’
একটা সময় ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘গানের ওপারে’ সিরিয়াল বাংলা টেলিভিশনে এক নতুন স্বাদ এনে দেয়। কিন্তু এই সময় এরকম সিরিয়াল প্রায় দেখাই যায়না। এই প্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলে বুম্বাদা জানালেন, ‘‘‘গানের ওপারে’ আর হবে না। ওটা এক জনই পারতেন, তিনি আমার বন্ধু। ‘গানের ওপারে’র মতো সিরিয়াল যদি কেউ করেন, তা হলে আমি খুশি হব। কিন্তু তার জন্য চ্যানেলের টিআরপি দরকার, শুধু ফেসবুকে লিখলেই তো হবে না। আমি যে ভাবে ‘গানের ওপারে’ করেছি, খরচের কথায় মাথায় রাখিনি। হ্যাঁ, এটা ঠিক যে ইতিহাস তৈরি করেছিল ওই সিরিয়াল। আসলে ‘গানের ওপারে’র মতো সিরিয়াল করতে গেলে তো দর্শককে দেখতে হবে। দর্শক দেখতে শুরু করলে নিশ্চয়ই হবে।’’
আরো পড়ুন: ৪৫০ থেকে ৫০০ টি পাঁঠা বলি!মালদহের বুড়ী কালী মায়ের ঐতিহ্য ধরে রেখেছে এখনও কালীপুজো উৎসব কমিটি
Image source-Google