৫১ ফুটের মা জগদ্ধাত্রী পুজোর থিম দেখতে অষ্টমীর দিন উপচে ভক্তদের ঢল নামলো রাজারহাট নিউটাউনের অন্তর্গত বাগুইআটি অশ্বিনীনগর সন্তোষপল্লীতে!
প্রসঙ্গত,এবছর এই পুজো ১০ তম বর্ষে পদার্পণ করেছে। মূলত প্রতিবছরই তাদের পুজোয় থাকে বিশেষ চমক। এবারের থিমের নাম হয়েছে আদি অনাদি 51 ফুটের মা জগদ্ধাত্রী।যা শনিবার একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন হয়।এরপরই সাধারণ মানুষদের জন্য খুলে যায় মণ্ডপের দরজা।তারপর থেকে প্রতিদিনই ভক্তদের সমাগমে পরিপূর্ন হয়ে ওঠে মন্ডপ চত্ত্বর।
এদিকে এই পুজোর মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকারও অঙ্গীকার নিয়েছেন বিশিষ্ট সমাজসেবী রতন মৃধা।উদ্বোধনী অনুষ্ঠানের দিনের মতো প্রতিদিনই সাধারণ মানুষদের কৃত্রিম পা প্রদান সহ হুইলচেয়ার,এবং কানের মেশিন,কাপড়, ও শীত বস্ত্র প্রদান করেন তিনি।তেমন অষ্টমীর দিনেও এমন সমাজসেবামূলক কাজগুলি করেন রতন মৃধা।
অষ্টমীর দিন সন্ধ্যায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,- রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়,অভিনেতা সোহেল দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।