মর্মান্তিক!বিরাট কোহলি আউট হতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক বৃদ্ধ!

রবিবার একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া।টানা ১০ ম্যাচে জেতা রোহিত শর্মাদের কাছে বিশ্বকাপের ট্রফি আশা করেছিলেন ভারতের ক্রিকেট অনুরাগীরা।একপ্রকার ট্রফি নিশ্চিত জেনেই রবিবার ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই টিভির স্ক্রিনে চোখ রেখে ঠায় বসেছিলেন কোটি কোটি ভারতবাসী।

কিন্তু ভারতের একটার পর একটা উইকেটের পতনে ভারতীয় দর্শকরা ধাক্কা খেতে শুরু করে।তাদের মধ্যে অন্যতম ছিলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার বড়ুয়া কলোনীর ২-নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৬৯ বছরের বৃদ্ধ সুকুমার ব্যানার্জি । ভারতের চতুর্থ উইকেটে বিরাট কোহলি বোল্ড আউট হতেই সুকুমারবাবু অস্ফুট স্বরে বলে ওঠেন, “এই যাঃ”।

তারপরেই তিনি উলটে পড়ে যান । তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ক্রিকেটপ্রেমীর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।

 

 

আরো দেখুন:Kartik Puja:কার্তিক পুজো উপলক্ষ্যে ভোগ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করল বিধাননগর পৌরনিগম ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরা সবাই কমিটি এবং ওয়ার্ড সভাপতি রাজু দে