বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন রুই মাছের ভাপা।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৫-৬ পিস রুই মাছ, ২ চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে, ১ চামচ পোস্ত, ৩ চামচ টক দই, কয়েকটা কাঁচা লঙ্কা,

আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ,

রান্নার জন্য সর্ষে তেল।

পদ্ধতি:

মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর মাছে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। মিক্সিতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন।

অল্প জল দিয়ে মশলা বাটবেন। ফ্রাইং প্যানে সর্ষে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। লালচে করে ভেজে তুলে রাখুন। একটা মাঝারি মাপের স্টিলের টিফিন বক্সে মশলার পেস্টটা ভরে নিন।

তার মধ্যে টক দই ভালো ভাবে ফেটিয়ে দিয়ে দিন। তারপর ওই টিফিন বক্সেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে পুরো মশলাটা আবারও ভালো ভাবে মাখিয়ে নিন। এবার ভাজা মাছগুলো এবং ভাজা পেঁয়াজ দিয়ে মশলার সঙ্গে ভালো ভাবে মাখিয়ে নিন। উপর থেকে কয়েকটা চেরা কাঁচালঙ্কা আর সরষের তেল ছড়িয়ে দিন।

কড়াইতে পরিমাণমতো জল নিয়ে গ্যাসে বসান। জল ফুটে উঠলে আঁচ কমিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসান। তার উপর টিফিন বক্স রাখুন। টিফিন বক্সের ঢাকনা ভালো ভাবে আটকে দেবেন। কড়াইয়ের উপরও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ২০-২৫ মিনিট এ ভাবে ভাপিয়ে নিতে হবে। ব্যস, তাহলেই রেডি হয়ে যাবে রুই মাছের ভাপা!

আরো পড়ুন:Koyel Mallick: নিজের অজান্তেই ভাইফোঁটা দিতে গিয়ে কোয়েল ভাইকে ফিরিয়ে দিলেন তার পরিবারের কাছে

Image source-Google

By Torsha