রেশনের চালে ভর্তি পোকা!দুয়ারে রেশনের নিম্ন মানের সামগ্রী দেখে ক্ষিপ্ত গ্রামবাসীরা!অভিযোগ মিথ্যে বলে দাবি ডিলারের!

রেশন বন্টন নিয়ে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজ্যে। গ্রেফতার হয়েছেন খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর এবার সেই আবহেই রেশনের চাল নিয়ে শুরু হল বিক্ষোভ। চাল ও আটার মান এতটাই খারাপ যে, তা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করলেন গ্রাহকেরা। বৃহস্পতিবার সকালে সেই বিক্ষোভের ছবি ধরা পড়ল মালদহের মানিকচকের ধনরাজ গ্রামে।

জানা গিয়েছে, ধনরাজ গ্রামের রেশন ডিলার ফুল মহম্মদ বৃহস্পতিবার গ্রামবাসীদের জন্য দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া শুরু করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। গ্রাহকদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী প্রদান করেন ডিলার। প্রতিবারই চাল ও আটার ভিতর থেকে কখনও পাওয়া যায় পাথর, কখনও মেলে পোকা। এই ধরনের চাল খেলে সকলে অসুস্থ হয়ে পড়বে বলেওর অভিযোগ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তারা এও জানান, এই নিয়ে ডিলারকে বলা হলে তিনি বলেন, ‘নিতে হবে না। বাড়ি চলে যান’।

যদিও অন্যদিকে রেশন ডিলার ফুল মহম্মদের দাবি, তার কাছে যে চাল আসে, তিনি সেটাই গ্রাহকদের দেন। এমনকি, চালে পোকা থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার না বলেও জানিয়েছেন তিনি।

 

 

আরো দেখুন:MS Dhoni: ফের মন জয় ধোনির, পরিবারের সাথে কোথায় সময় কাটালেন ধোনি!