অনাথ পথ শিশুদের গন ভাই ফোঁটা মঞ্চে উঠলো বিশ্বকাপের উন্মাদনা ভাই বোনের মেল বন্ধনে মিলেমিশে একাকার সব ধর্মের কচিকাঁচারা।

উত্তর ২৪ পরগনার জেলার, বসিরহাট মহকুমার, বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড নবোদয় সংঘ ৭৫ বছরের এবার শ্যামা পুজোয় পদার্পণ করেছে। একদিকে আলোকসজ্জা অন্যদিকে সিকিমের চারদম মন্দিরের আদলে এই পুজোর নজর কেড়েছে সীমান্ত থেকে সুন্দরবনের অগণিতি মানুষের। সারা বছর এই মহিলা সংগঠন সামাজিক কাজে দায়বদ্ধ রক্তদান স্বাস্থ্য শিবির থেকে অনাথ শিশু দুস্থ মেধাবি ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো তাদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে নজর কেড়েছে সীমান্ত শহর বসিরহাটের মানুষের কাছে, গত চার বছর ধরে ক্লাবের সামনে শ্যামা পূজোর মঞ্চে শতাধিক অনাথ ও পথ শিশুদের ভাইপোটা দিয়ে আসছে নবোদয় সংঘ। একটাই উদ্দেশ্য ভাই-বোনেরা যেন বুঝতে না পারে তাদের পৃথিবীতে তাদের আর কেউ নেই। একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে মাথায় ধান-দুবা মুখে মিষ্টি শুভেচ্ছা বিনিময় মধ্য দিয়ে আজকের এই দিনটা সবাই একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। আর আজকের দিনটা তাদের কাছে অন্য পাঁচটা বছরের তুলনায় একটু আলাদা। কারণ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামছে তাই এই ভাইফোটার মঞ্চে উঠে আসলো ভারত ফাইনালে উঠবে নির্দ্বিধায় চিৎকারে সেই কথা জানিয়ে দিল অনাথ শিশুরা।সব মিলিয়ে সীমান্ত শহর বসিরহাটে গন ভাইফোঁটা জমে উঠেছে।

নবোদের সঙ্গে পুজোর উদ্যোক্তা প্রাণপুরুষ কল্যাণ বসু, তিনি বলেন, আমাদের প্রতিবছর নতুন নতুন চিন্তা ভাবনা মানুষের গাছে তুলে ধরেছি, ক্লাবের সদস্যরা সবাই মিলেমিশে সারা বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। আমরা প্রত্যেকে স্বাবলম্বী, নিজেরদের যতটুকু অর্থ দেওয়া দিয়ে আমরা এই সংগঠন ধরে রেখেছি সামনের দিকে আরো বেশি যাতে মানুষের পাশে যাওয়া যায় তার জন্য আমরা এই কাজ করে যাব। সংগঠনের সদস্য সুদেষ্ণা মন্ডল, পম্পা মন্ডল ,পল্লবী বসুরা জানান বোনেরা যেমন ভাইদের থেকে বঞ্চিত না হয় ভাইরা যেন আবার বনের থেকে দূরে না থাকতে পারেন তাই আমরা আজকে এই ভাই ফোটার আয়োজন করেছি। বছরে এই দিনটার অপেক্ষায় আমরা থাকি, ওরা যেন বুঝতে না পারে সজন হারানোর ব্যথা। সব মিলিয়ে সীমান্ত শহর বসিরহাটে গন ভাইফোঁটা জমে উঠেছে।

 

আরো দেখুন:A.R. Rahman: নজরুলের গানকে বিকৃত করায় রহমানের ওপর ক্ষেপলেন সঙ্গীতপ্রেমী থেকে শুরু করে সঙ্গীত তারকারা