সাম্প্রতিককালে মানুষের উপরে পথ কুকুরের হামলার একাধিক ঘটনা সামনে এসেছে।বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট এক কোটি পোষ্য সারমেয় রয়েছে। সেখানে পথ কুকুরের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি।ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে দেশে ৪১৪৬টি পথ কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

অন্য একটি রিপোর্টে প্রকাশ, ২০১৯ সাল থেকে দেশে প্রায় দেড় কোটি কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে বড়সর পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট।হাইকোর্ট নির্দেশ দিয়েছে, পঞ্জাব, হরিয়ানা এবং কেন্দ্র শাসিত অঞ্চল চণ্ডীগড়কে প্রতি জেলার ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে আক্রান্তদের কতগুলি দাগ হয়েছে তা নির্ণয় করতে হবে।এবং দাঁতের দাগ পিছু ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

 

 

আরো দেখুন:A.R. Rahman: নজরুলের গানকে বিকৃত করায় রহমানের ওপর ক্ষেপলেন সঙ্গীতপ্রেমী থেকে শুরু করে সঙ্গীত তারকারা