প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) অর্থাৎ প্রাক্তন বিশ্বসুন্দরী একসময় মানসিক অবসাদে ভুগতেন। বলিউডে কেরিয়ার গড়ার শুরু থেকেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন নিজের ট্যালেন্ট দিয়ে। কিন্তু গায়ের শ্যামলা রঙের জন্য তাকে বারবার কটাক্ষর সম্মুখীন হতে হয়েছে। এর জন্য তাকে ভুগতে হয়েছে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজ়র্ডার ’-এ।

পেশায় চিকিৎসক মধু চোপড়া বলেন, ‘‘আমার মনে হয়, খুব ছোট বয়স থেকেই প্রিয়ঙ্কা ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজ়র্ডার’-এ আক্রান্ত। বাড়িতে সবাই ফর্সা। তবে প্রিয়ঙ্কা তাঁর বাবার গায়ের রং পায়। সেই কারণে অনেকেই কটাক্ষ করত ওকে। আমার ধারণা, সেটা ওর মনে গেঁথে গিয়েছিল।’’

এরপর মধু জানান, ছোট থেকে নানা কটাক্ষের সম্মুখে তাকে পড়তে হলেও প্রিয়াঙ্কা (Priyanka Chopra) নিজের আত্মবিশ্বাস হারাননি কখনো। হলিউডেও নাকি গায়ের রঙ নিয়ে বৈষম্যের মুখে পড়তে হয় তাকে। কিন্তু নিজের ট্যালেন্টেড জোরে বর্তমানে হলিউড থেকে টলিউড সর্বত্র তিনি রাজ করছেন।

আরও পড়ুন:Kareena Kapoor: দীপাবলির আগে কি দেখে মাথায় হাত পড়লো করিনার? জানালেন নিজেই

Image source-Google

By Torsha