জামালপাড়া যুব সংঘের শ্যামা পূজার উদ্বোধনে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মিঠাই তথা সৌমিতৃষা কুন্ডু।প্রিয় অভিনেত্রীকে দেখতে পুজো মণ্ডপে উপচে পড়ল ভক্তদের ভিড়!

বর্তমানে আলোর রোশনাই মাতোয়ারা গোটা রাজ্যবাসী।চলছে শ্যামা পুজোর একের পর এক উদ্বোধনী অনুষ্ঠান।ঠিক তেমনি শনিবার রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্করের তত্ত্বাবধানে এবং জামালপাড়া যুব সংঘের পরিচালনায় সাড়ম্বরে পালন হয় শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠান।এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর,জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন,রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর,এবং বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মিঠাই তথা সৌমিতৃষা কুন্ডু,এবং পুজো কমিটির সদস্যদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গরা।সকলের উপস্থিতিতে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সুভারম্ব করা হয় এদিন।

সূত্রের খবর,এবছর ৪৭ তম বর্ষে পদার্পণ করেছে তাদের পুজো।প্রতিবছরই তাদের পুজোয় থাকে বিশেষ চমক।আর এবারে তাদের পুজোর মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে পড়বে।

যুদ্ব নয়, বিশ্বে ফিরুক শান্তি।এই বার্তা সবার কাছে পৌছে দিতে এবার তাদের পুজোর থিম হয়েছে সুতোর সাজে আসছে শ্যামা।প্রসঙ্গত,প্রতিবছরই তাদের পুজোয় সামাজিক নানা কর্মকান্ডের আয়োজন করা হয়।এবছরও তার ব্যতিক্রম নয়।জানা গিয়েছে সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমজমাট করে তোলা হবে এবার জামালপাড়া যুব সংঘের শ্যামা পুজোর মণ্ডপ।সব মিলিয়ে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আট থেকে আশি সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যিই চোখে পড়ার মতো।

 

 

আরো দেখুন:Malda:দুয়ারে রেশনে মিলছে টাকা, আজব ছবি দেখা গেল মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়