১০০ দিনের কাজ,আবাস যোজনার ন্যায্য পাওনা টাকা থেকে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে যেভাবে দীর্ঘদিন থেকে বঞ্চিত করে চলেছে,তার প্রতিবাদে আজ ১১ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এর পক্ষ থেকে এক প্রতিবাদ পথসভার আয়োজন করা হয় কোতয়ালী বাজার চকে।

ওয়ার্ডের যুব সভাপতি সেক আজহার উদ্দিন এর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান,জেলার যুব সভাপতি সন্দীপ সিংহ,সহ সভাপতি অসিত পাল,শহরের যুব সহ সভাপতি আবির আগরওয়াল,শহর যুব সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী,শহর মহিলা সহ সভানেত্রী সঙ্গীতা ভট্টাচার্য্য,মহিলা সাধারণ সম্পাদিকা সুবি রানা,জেলা সম্পাদক আব্দুল ওয়াহেদ,জেলা নেতৃত্ব জয়ন্ত মাইতি,নীলরতন ওঝা,সেক শামীম,সেক নিজাম প্রমুখ।

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার কে কড়া হাতে আক্রমণ করেন আবির আগরওয়াল।তিনি বলেন “যথেষ্ট হয়েছে বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের এই অবিচার।বাংলার মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে আমরা এবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে বাংলার মানুষের স্বার্থে শীঘ্রই বৃহত্তর আন্দোলনে নামবো”।অন্যদিকে আব্দুল ওয়াহেদ বলেন “কেন্দ্রের এই অবিচারের জবাব দেবে বাংলার মানুষ।আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি কে উৎখাত করাই আমাদের মূল লক্ষ্য”।

আজকের এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা তথা ১১ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি তথা ওয়ার্ডের জনপ্রিয় নেতৃত্ব সেক আজহার উদ্দিন জানান “কেন্দ্রীয় সরকার আসলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভয়ে কাঁপছে।তারা ভোটের মাধ্যমে জিততে না পেরে বাংলার মানুষকে এইভাবে অবিচার এর বলি করে চলেছে,,এই অবিচার এর মাধ্যমে বাংলার মানুষের কাছে জনদরদী মুখ্যমন্ত্রীর ইমেজ কে খারাপ করার কুপ্রচেষ্টা করছে।তবে বাংলার মানুষ এই লাঞ্ছনা বঞ্চনার জবাব দেবে আসন্ন লোকসভা নির্বাচনে।ভারতের রাজনীতি থেকে সাম্প্রদায়িক শক্তি বিজেপির পতন আসন্ন, আর এই পতনের সূচনা হবে এই বাংলা থেকেই এবং বিজেপির এই পতনের অন্যতম মূল কান্ডারী হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”।

আরও পড়ুন:Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন গ্রিলড প্রন

By Sk Rahul

Senior Editor of Newz24hours