মুসলিম মহিলার হাতে কালীপুজো শুনতে অবাক লাগে তাই না?কিন্তু এমনি কান্ড ঘটেছে মালদার হবিবপুর ব্লকের, মধ্যমকেন্দুয়া গ্রামে।বছরের পর বছর ধরে মুসলিম মহিলার হাত ধরেই হয়ে আসছে মধ্যমকেন্দুয়া রেললাইনের পুজো।আর এই পুজোকে কেন্দ্র করে হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই মেতে ওঠেন আনন্দে।শেফালির নাম থেকে এই পুজোর নাম হয়ে গিয়েছে বর্তমানে শেফালি-কালী পুজো। টানা 15 দিন ধরে চলে এই পুজো।এই পুজোতে যে যা মনোসকামনা,তাই মা কালী পূরণ করে দেয়। তাই দূর দূরান্ত থেকেও ভক্তের সমাগম ঘটে কালীপুজোর সময়।

কিন্তু কিভাবে শুরু হলো এই পুজো?

সূত্র মারফত খবর এই গ্রামের বাসিন্দা শেফালিদেবী নামে এক মুসলিম মহিলাকে স্বপ্নাদেশে কালিপুজো করার কথা বলেন স্বয়ং মা কালী।যদিও প্রথমে কেউ তার কথা বিশ্বাস করেননি। মুসলিম মহিলা হয়ে কালীপুজো করবে, এই কথা গ্রামে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। তারপর হঠাৎ একদিন এলাকাবাসীর সামনেই শেফালিদেবীর শরীরে ভর করেন মা কালী। তখনও শেফালিকে পুজো করার আদেশ দেন দেবী। এরপরই শেফালিকে এই পুজো করার সম্মতি দেন এলাকাবাসী। সেই থেকে আজও একইভাবে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কালীপুজো করে আসছেন শেফালি বেওয়া ও তাঁর পরিবার।

অর্থাৎ বলাবাহুল্য,কালীপুজোর সময় অনন্য নজির গড়ে মালদায়।হিন্দু, মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই মেতে ওঠেন আলোর রোশনাই।যা সত্যি চোখে পড়ার মতো।

 

আরো দেখুন:রেশন দুর্নীতি কাণ্ডে নয়া মোড়! সামনে এল একের পর এক ডায়েরি!যাতে উঠে এল বালু-সহ একাধিক ব্যক্তির কীর্তি!