জি বাংলার অন্যতম বিখ্যাত ধারাবাহিক ছিল “মিঠাই”। একসময় টানা ৪৭ সপ্তাহ বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক। কালের নিয়মে শেষ হয়েছে এই ধারাবাহিক। তবে এর জনপ্রিয়তা এখনো কমেনি। এরই মধ্যে শোনা যাচ্ছে নাকি আগামী ১৩ নভেম্বর থেকে সম্প্রচারিত হবে ‘মিঠাই’ ধারাবাহিকটি। সকালে ১২.৩০ থেকে ১.৩০-পর্যন্ত ১ ঘণ্টা ধারাবাহিকটি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরের প্রতিক্রিয়া নেওয়ার জন্য সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) সাথে যোগাযোগ করলে অভিনেত্রী বলেন, ‘এত তাড়াতাড়ি! এই তো শেষ হল। তবে খবরটা শুনে আনন্দই হল, যে মানুষের ভালোবাসায় ধারাবাহিকটি আবারও ফিরছে। এতে যাঁরা আগে দেখেননি, তাঁরাও ধারাবাহিকটি দেখতে পাবেন।’

মিঠাই ২ এর প্রস্তাব এলে কি করবেন সৌমিতৃষা (Soumitrisha Kundu) অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে মিঠাই-২ এলে করতে পারব না। কারণ, আপাতত টেলিভিশনে কাজ করছি না। পরে হলে ভেবে দেখা যাবে। তবে সিরিয়ালে পার্ট ২ হলে সাধারণত একই অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেননা, বদলেই যায়। সাধারণত এটাই ঘটে। তবে ওয়েব বা সিনেমার ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাই মিঠাই-২ এলে যে করবে তাঁকে শুভেচ্ছা জানাব। তবে একই কাস্ট নিয়ে যদি সত্যিই কাজ হয়, তাহলেও বিষয়টা মন্দ হবে না।’

আরও পড়ুন: Karan Johar: “রকি অর রানি…”- সেটে শাবানার সাথে কি নিয়ে ঝামেলা হয় কর্নের? জানালেন পরিচালক নিজেই

Image source-Google

By Torsha