বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন বাঁধাকপির ভর্তা।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

একটা বাঁধাকপি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, কয়েক কোয়া রসুন কুচানো, একটা পেঁয়াজ কুচি, ২-৩টে শুকনো লঙ্কা,

এক মুঠো ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, পরিমাণমতো সর্ষে তেল।

পদ্ধতি:

বাঁধাকপি কুচিয়ে নিয়ে ভাল করে জলে ধুয়ে নিন। প্রেশার কুকারে আধ সেদ্ধ মতো করে নিন বাঁধাকপি। তার পর ভাল ভাবে জল ঝরিয়ে রাখবেন। গ্যাসে কড়াই চাপিয়ে সর্ষে তেল গরম করতে দিন।

এতে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রঙ লালচে হয়ে এলে সেই কড়াইতেই ভাপিয়ে রাখা বাঁধাকপি ঢেলে দিন। স্বাদ মতো নুন দেবেন। খানিকক্ষণ নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন।

সব উপকরণ মিশে গেলে আঁচ নিভিয়ে কড়াই নামিয়ে ফেলুন। বাঁধাকপি ঠান্ডা হলে তাতে একটু সর্ষে তেল, কাঁচা লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি ছড়িয়ে হাত দিয়ে মাখিয়ে নিন। চাইলে উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঁধাকপির ভর্তা।

আরও পড়ুন: Ritabhari Chakraborty: বিচ্ছেদ এখন অতীত, প্রেমিকের সাথে আদুরে ছবি পোস্ট করলেন ঋতাভরী

Image source-Google

By Torsha