এবার পুজোয় রেকর্ড মদ বিক্রি বাংলায়!মন খুলে গলায় সুরা ঢেলেছেন সুরাপ্রেমীরা,জানেন পুজোর পাঁচ দিনে মদ বিক্রি করে রাজ্যের কত আয় হয়েছে?শুনলে চমকে যাবেন!
উত্সবের মরশুমে প্রতি বছরই মদ বিক্রি করে বিপুল লক্ষ্মী লাভ হয় রাজ্যের। কয়েকদিন আগেই দুর্গা পুজো কেটেছে। এইবারেও বাংলার কোষাগারে ঢুকেছে প্রচুর অর্থ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের মোট আয়ের একটা বড় অংশ আসে মদের বিক্রি থেকে। গত আর্থিক বর্ষে শুধু মদ বিক্রি করেই ১৬,২৭২ টাকা আয় করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ২০২২-২৩ অর্থবর্ষের মদ বিক্রির আয় ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে।
মহালয়া থেকেই পুজোর আমেজে মেতে উঠেছিল বঙ্গবাসী। কলকাতা তথা জেলায় জেলায় ভিড় দেখা গিয়েছিল। এই সময়তে মদের দোকানেও ক্রেতাদের প্রচুর ভিড় চোখে পড়ে। পুজোর পাঁচ দিন প্রচুর মদ বিক্রি হয়েছে। তবে জানা যাচ্ছে, নবমীর দিন মদ বিক্রির পরিমাণ বেশি ছিল। এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবারে দশমীতে সবথেকে বেশি মদ বিক্রি করে লাভ করেছেন ব্যবসায়ীরা।
আবগারি দফতরের হিসেব বলছে, পাঁচ দিনে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয়েছে। কেবল পূর্ব মেদিনীপুরে আয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। ষষ্ঠীর দিনে মদ বিক্রি হয়েছে ৫ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭ টাকা।
এই খবর পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত সুরাপ্রেমীরা।
তবে শুধু এই পাঁচ দিনের পরিসংখ্যান দেখলেই হবে না। গোটা অক্টোবর মাসের পরিসংখ্যান ধরলে চোখ রীতিমতো চোখ কপালে উঠবে! এই মাসে প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি মদ বিক্রি হয়েছে রাজ্যে।
আরো দেখুন:ফের থানায় তলব শুভেন্দুর ভাই সৌমেন্দুকে!থানা থেকে বেরিয়েই আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি