চাহিদা থাকলেও বাড়েনি দাম!কদর কমেছে কালীপূজোর মাটির প্রদীপের!মন খারাপ মৃৎশিল্পীদের!

সামনেই আলোর উৎসব দীপাবলি! এই উৎসবে মাটির প্রদীপের চাহিদা থাকে মাত্রা ছাড়া। কিন্তু তাতে কি আর পেট ভরে! দিন দিন তৈরির খরচ বাড়লেও, সেই তুলনায় বাড়েনি প্রদীপের দাম। আর এতে মারাত্মক বিপাকে পড়েছেন পুরাতন মালদা ব্লকের রশিলাদহ মন্ডলপাড়ার মৃৎশিল্পীরা।

সামনেই কালীপুজো, আর তাই দিন-রাত এক করে বাড়ির সকলকে নিয়ে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ। মালদা জেলা-সহ রাজ্যের বিভিন্ন জেলা, এমনকি ভিন রাজ্যেও এই মাটির তৈরি প্রদীপ রপ্তানি করা হয়l রশিদাদহ মন্ডলপাড়ায় বেশ কয়েকটি পদ্ধতিতে তথা মেশিন ও হাত চরচাকায় তৈরি হয় মাটির প্রদীপ। সারা বছরই মাটির গ্লাস-সহ আরও বেশ কিছু মাটির সামগ্রী বিক্রি হয়। তবে, কালীপুজোর আগে থেকেই প্রদীপ , ঘট-এর বিক্রি বেড়ে যায়।

কাজের অভাব নেই মৃৎশিল্পীদের, কিন্তু পরিশ্রমের যোগ্য টাকা তারা পান না। আর সে কারণেই এই পেশা থেকে মুখ ফেরাচ্ছে নতুন প্রজন্ম। তাছাড়া, যতই ইলেকট্রিকের প্রদীপ-টুনি বাল্ব আসুক না কেন, আজও মাটির প্রদীপের চাহিদা মারাত্মক। কিন্তু, চাহিদার অনুপাতে উপার্জন না হওয়ায় এই কাজে উৎসাহ হারাচ্ছেন মৃৎশিল্পীরা।

 

আরো দেখুন:TMC:প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতারের প্রতিবাদে দমদম ব্যারাকপুর সাংগঠনিক উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল