স্ত্রী-র অধিকার পেতে ধর্নায় গৃহবধূ!অভিযোগ, সম্পত্তি হাতিয়ে বিয়ের কথা অস্বীকার করছেন স্বামী!পলাতক স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন!
শ্বশুরবাড়িতে প্রবেশাধিকার ও স্ত্রী-র মর্যাদার দাবিতে দ্বিতীয় স্বামীর বাড়িতে ধরনায় বসলেন এক গৃহবধূ। অবিলম্বে স্বামীর বাড়িতে ঠাঁই না মিললে আত্মহত্যার হুমকি দিতেও শোনা যায় ওই গৃহবধূকে। ধরনার টানা দুইদিন কেটে গেলেও এখনও পর্যন্ত স্বামীর বাড়ির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি ওই গৃহবধূর দ্বিতীয় স্বামী-সহ বাড়ির লোকজন পলাতক বলেও জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বাগমারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার বাগমারা গ্রামের বাসিন্দা বছর ২৭-এর সাইবা খাতুনের প্রথম বিয়ে হয়েছিল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকার এক পার্শ্ব শিক্ষকের সঙ্গে। সেখানে বিয়ের কয়েক বছরের মধ্যে তার প্রথম স্বামীর সঙ্গে তার তালাক হয়ে যায়। তারপর সাইবা বাগমারা গ্রামে বাবার বাড়িতে ফিরে আসে। সেখানেই বছর তিনেক ধরে গ্রামের যুবক মুজাহিদ আলমের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বছর তিনেক আগে তাদের দু’জনের শরীয়ত মেনে বিয়ে পর্যন্ত হয়। মাস খানেক আগে সেই বিয়ে আইন মতে রেজিস্ট্রি করা হয়। কিন্তু এই বিয়ের কথা সাইবাকে গোপন রাখতে চাপ দেয় মুজাহিদ। জানা গেছে মুজাহিদ পূর্ব থেকে বিবাহিত ছিল এবং তার দুই সন্তান রয়েছে।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে, এই পরিস্থিতি এখন কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার।
আরো দেখুন:Agnidev Chatterjee: অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়, কি হয়েছে তার? জানালেন সুদীপা