এবার পুজোতে রিলিজ করেছে চারটি ছবি,’দশম অবতার’ ‘বাঘা যতীন’, ‘রক্তবীজ’, ‘জঙ্গলে মিতিন মাসি’। তবে সবাইকে পেছনে ফেলে বক্স অফিসে চুড়ান্ত সাফল্যের মুখ দেখেছেন সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। এই নিয়ে কি বক্তব্য পরিচালক সৃজিতের (Srijit Mukherji)?

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘এই ফার্স্ট বয় ব্যাপারটা আমি বুঝি না। তবে হ্যাঁ, এটা সত্যিই এবছর পুজোয় একটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা ছিল। সেখানে বাকি তিনটে ছবিও ভালো এবং শক্তিশালী ছিল। তা সত্ত্বেও দশম অবতারেক বক্স অফিসে কালেকশন সবচেয়ে বেশি এটা অবশ্যই আমার কাছে ভীষণ আনন্দের বিষয়।

এটা নিয়ে মোট দশবার পুজোয় আমার ছবি মুক্তি পেয়েছে, এবং প্রত্যেকবারই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে, এটা তো একটা দারুণ বিষয়। এটা নিয়ে সত্যিই কোনও দ্বিমত নেই।

তবে এটাও ঠিক এবার পুজোয় সামগ্রিকভাবে বাংলা ছবি দারুণ ফল করেছে, সেটা খুবই আনন্দদায়ক। আমরা যদি ৪টে ছবিরই কালেকশন অ্যাড করি, তাহলেই বুঝব, এবার পুজোটা কিন্তু বাংলা ছবির ছিল। এর আগে শেষবার ২০১৫তে এমনটা ঘটেছিল, সেবারও ৩-৪টে ছবি খুব ভালো ব্যবসা করেছিল।’

আরও পড়ুন:Bogla Mama: নতুন সিনেমা বগলা মামা নিয়ে কি বললেন অভিনেতা ঋদ্ধি সেন?

Image source-Google

By Torsha