জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারির প্রতিবাদে সীমান্ত থেকে সুন্দরবনে তৃণমূলের ধিক্কার মিছিল।

বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের ১০টি ব্লকে জ‍্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। একদিকে বাসন্তী হাইওয়ে অন্যদিকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ-লেবুখালী রোডে প্রতীকী অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাশাপাশি ঘোজাডাঙ্গায় সীমান্ত রোডে ইছামতি ব্রিজ থেকে বসিরহাট টাউন হল পর্যন্ত মিছিলে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা ও রাজ্য তৃণমূল নেতৃত্ব। প্রতিবাদ আন্দোলন ধিক্কার মিছিল শুরু করেন। তাদের দাবি অন্যায় ভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ।

এক বছরের তার সম্পত্তি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? বেছে বেছে তৃণমূল মন্ত্রী নেতা কর্মী সমর্থকদের বাড়িতে সিবিআই ও ইডি দিয়ে হানা দিচ্ছে ও গ্রেফতার করছে। বিরোধীদলের কোন নেতা মন্ত্রীদের কাছে ডাকছে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল। কেন তাকে সিবিআই ডাকছে না। জ্যোতিপ্রিয় মল্লিককে অবিলম্বে মুক্তি না দিলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি করবে বলে জানিয়েছেন।

 

আরো দেখুন:JioSpaceFiber:ভারতের গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা দিতে চালু জিওস্পেসফাইবার