বিজয়া দশমীর রেশ থাকবে এখন বেশ কদিন । আর বিজয়া দশমী মানেই বাড়িতে নানা লোকের সমাগম। তাই এবার বাড়িতে অতিথিদের মন জয় করে নিন দুর্দান্ত মিষ্টির রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন নলেন গুড়ের ছানার পায়েস। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

১)ছানা: ১০০ গ্রাম

২)নলেন গুড়: ২০০ গ্রাম

৩)ক্ষীর: ৫০ গ্রাম

৪)চিনি: স্বাদমতো

৫)কনডেন্সড মিল্ক: ৫০ গ্রাম

৬)জাফরান: এক চিমটে

৭)পেস্তা: পাঁচ টি

৮)কাজুবাদাম: ৫০ গ্রাম

৯)দুধ: এক লিটার

১০)গোলাপ জল: আধ চা চামচ

প্রণালী:

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।

অন্য একটি পাত্রে ছানা এবং ক্ষীর একসঙ্গে মিশিয়ে নিন।

এরপর আগে থেকে জ্বাল দিয়ে রাখা দুধের মধ্যে গোলাপ জল, চিনি, কনডেন্সন্ড মিল্ক, নলেন গুড় মিশিয়ে ফুটিয়ে নিন।

মিশ্রণটি ফুটে ঘন হয়ে এলে তাতে আগে থেকে মেখে রাখা ছানা ও ক্ষীরের মিশ্রণটি দিয়ে দিন অল্প আঁচে নাড়তে থাকুন।

খুব ভাল করে মিশে এলে অন্য একটি পাত্রে পায়েস নামিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করতে দিন।পায়েস ঠান্ডা হয়ে এলে উপর থেকে পেস্তা, কাজু ও জাফরান ছড়িয়ে দিন।

আরো পড়ুন: Jyotipriya Mallick:কত টাকা কামিয়েছেন রেশন দুর্নীতিতে গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক?কত সম্পত্তির অধিকারী বনমন্ত্রী?

Image source-Google

By Torsha