মা এসে গেছেন।শহর জুড়ে শুধুই আলোর রশনা।কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় মহালয়ার দিন থেকেই সমস্ত পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেছে। এবারের পুজোয় শারীরিক কারণে বেশিরভাগ জায়গায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে বলিউড তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিকের কারণে তাদেরকে আমন্ত্রণ করা সম্ভব হয় না।তাই এবছর টলিউডের তারকাদের আমন্ত্রণ জানানো হয়। বড় পর্দার তারকাদের সাথে সাথে ছোট পর্দার তারকারাও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন অনেক জায়গায়।
সূত্রের খবর,২০২৩ সালের পুজো মণ্ডপের উদ্বোধনের জন্য সবথেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন কোয়েল মল্লিক। তিনি একটি পূজা উদ্বোধনের জন্য নিচ্ছেন ৫ লক্ষ টাকা। কোয়েলের পরেই রয়েছেন প্রসেনজিত্ চ্যাটার্জি যিনি নিচ্ছেন ৩ লক্ষ টাকা। সুপারস্টার দেব নিচ্ছেন ৩ লক্ষ টাকা।
মিমি, শুভশ্রী, অঙ্কুশ, এবং শ্রাবন্তী ২ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। সায়ন্তিকা এবং যশ দাশগুপ্ত নিচ্ছেন ১ লাখ ৫০ হাজার টাকা। দ্বিতিপ্রিয়া ১ লক্ষ টাকা নেবেন পুজো উদ্বোধন করতে। স্বস্তিকা এবং অঙ্কিতা মল্লিক নিচ্ছেন ৫০ হাজার টাকা করে। সৃজলা গুহ নিচ্ছেন ৪০ হাজার টাকা।
আরো দেখুন:Durga Puja 2023:পুজোয় কলকাতার বুকে অ্যাপ ক্যাব চালাবে রাজ্য!কিভাবে করবেন বুকিং?জানেন?