বনগাঁর পুজো প্রস্তুতি খতিয়ে দেখলেন বনগাঁ পুলিশ সুপার।শনিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস সহ অন্যান্য পুলিশ কর্তারা বনগাঁর পুজো মণ্ডপ গুলি ঘুরে দেখেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেন।

ভিড় সামলানোর জন্য প্রবেশ পথ ও বাহির পথ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা পুজো উদ্যোক্তারা সঠিকভাবে রেখেছেন কিনা সে বিষয়ে তিনি তদারকি করেন।

এই বিষয়ে বনগাঁ পুলিশ সুপার জয়িতা বোস বলেন, বনগাঁতে সাড়ম্বরে দুর্গোৎসব পালিত হবে, বেশ কয়েকটি জাঁকজমকপূর্ণ পুজো মন্ডপ রয়েছে বনগাঁয়। সেক্ষেত্রে পুজো মন্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখলাম। সমস্ত পুজো কমিটি গুলি প্রশাসনের নির্দেশমতো পুজো মন্ডপে নিরাপত্তার ব্যবস্থা রাখছেন।

 

আরো দেখুন:Highcourt:শিক্ষকতা করতে হবে না,রাস্তাতেই থাকুন, শিক্ষকদের মিছিল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি?