অভিনয়ের কেরিয়ার বহু বছর হলেও এই প্রথম পুজোর সময় কোনো ছবিতে থাকছেন তিনি। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিতে তাঁকে দেখা যাবে যামিনীর চরিত্রে। চরিত্রটি অত্যন্ত ছাপোষা। কোনো মেকআপের লেশ মাত্র নেই।
আনন্দবাজার অনলাইনের তরফে চরিত্র সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে দেবলীনা (Devlina Kumar) বললেন, ‘‘আপাদমস্তক ডিগ্ল্যাম যাকে বলে, চরিত্রটা একদম তাই। মেকআপ তো নেই। এক দিন শুটিংয়ে সানস্ক্রিন লাগিয়ে গিয়েছিলাম। সেটাও তুলিয়ে দিল। শিবুদা আমায় ভ্যাসলিন পর্যন্ত লাগাতে দিত না।’’
সোস্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় থাকেন দেবলীনা। তবে বারবার তাকে ট্রোল হতে হয়। কখনো তার শরীর নিয়ে, কখনো তার ঘুরতে যাওয়া বা তার লাইফস্টাইল নিয়ে। তবে সেসব নিয়ে বিশেষ পাত্তা দেন না দেবলীনা। এসব নিজেকে অভ্যাস করিয়ে নিয়েছেন তিনি। দেবলীনা বললেন, ‘‘আমি শেষ যে সিরিয়ালটা করছিলাম, সেই কাজটা নেওয়ার আগে বলেই রেখেছিলাম কয়েকটি বিশেষ তারিখে আমার বিদেশে নাচের অনুষ্ঠান থাকবে। তবে টেলিভিশনে যা হয়, দিনের ঠিক থাকে না। তেমনই হল। তবে আমি বোধহয় নাচটা অভিনয়ের চেয়ে একটু বেশি ভালবাসি। তাই নাচের কমিটমেন্টগুলো ফেলতে পারিনি। সিরিয়ালের প্রযোজক আমার খুব কাছের।
ওর সঙ্গে কথা বলেই কাজটা ছাড়ি। তখন লন্ডন গিয়েছিলাম। পর পর নাচের অনুষ্ঠান ছিল। আমি লন্ডনে বেড়ানোর অনেক ছবি পোস্ট করি। এখানে রটে গেল, দেবলীনা বেড়াতে যাওয়ার জন্য সিরিয়াল ছেড়ে দিল। মানুষ ভুল বুঝলে খারাপ তো লাগেই।
কিন্তু সেটা ভাঙানোর জন্য আমি বাড়তি কিছু করতে পারব না। নাচের অনুষ্ঠানের প্রচার করে ভুল ভাঙাতে পারতাম। কিন্তু ও সব করে কী হবে! আমি এত ভাবি না। আমার একটা সুবিধা হল, আমি খুব পরিবারকেন্দ্রিক। পরিবারের লোক খুশি থাকলে আমিও খুশি থাকি। তখন আর অন্য কিছু আমায় অত স্পর্শ করতে পারে না।’’
একইসাথে নাচ, অভিনয় ও সংসার তিনটিই জমিয়ে করছেন দেবলীনা। তবে কোন চরিত্র বেশি টানে তাকে? দেবলীনা (Devlina Kumar) বললেন, ‘‘আমি কখনওই খুব বেশি কাজ করিনি। তবে যেগুলো করেছি সেগুলো দর্শকের পছন্দ হয়েছে। সেটাই তো জরুরি। আমার একটা পুরোদস্তুর বাণিজ্যিক ছবি করার খুব ইচ্ছে। কারণ, আমি ভাল নাচতে পারি। আমার ভিডিয়ো দেখলে বুঝবেন আমি ভাল লিপ সিঙ্ক করতে পারি। গ্ল্যামারাস ফোটোশুট করেছি অনেক। তাই বাণিজ্যিক ছবির নায়িকা হয়েও আমায় ভালই মানাবে বলে আমার মনে হয়।’’
আরো পড়ুন: Kolaghat:কোলাঘাটের রূপনারায়ণ নদীর বিভিন্ন ঘাটে তর্পনে ভিড়
Image source-Google