বাড়ি ফিরলো ইজরাইলে আটকে পড়া বনগাঁর ছাত্র সাত্যকি।গত ১১ মার্চ বনগাঁর শক্তিগড় এর যুবক সাত্যকি কুন্ডু ফিজিক্সের পোস্ট ডক্টরেট করতে ইজরায়েলে পারি দেন।৭ তারিখ ইজরাইলে যুদ্ধ বিধ্বস্ত অবস্থার কথা জানতে পেরে দুশ্চিন্তায় ছিল পরিবার।চলতি মাসের অক্টোবরের ৯ তারিখ বাড়িতে ফেরার কথা ছিল তার।তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সেদিন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্যানসেল হয়ে যায়।দেশে ফিরতে পারেনি সাত্যকি।

এরপর অন্য বিমান ধরে বুধবার সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে ফিরেছে সাত্যকি । বাড়ি ফিরতে ফিরতে দুপুরে ২টো। ছেলে কে কাছে পেয়ে খুশি তার পরিবারের সকলে ।

বুধবার রাতে সাত্যকির বাড়ি তে গেলেন পৌরসভার প্রতিনিধি দল । সেখানে সাত্যকি কে সম্বর্ধিত করেন বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ । উপহার হিসেবে তুলে দেওয়ার হয় বাংলাদেশের পদ্মা ইলিশ সহ সন্দেশ ।

 

আরো দেখুন:Kamal Mondal:”ডেঙ্গুর চোখ রাঙানি বিধাননগর পৌরনিগম ২৪ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তার করতে পারবে না” জানালেন দক্ষিণ দমদম পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোমল মন্ডল