মাত্র ৫০ সেকেন্ডে বলে দিতে পারে ১৭টি রাজ্যের রাজধানীর নাম, এক রত্তির জায়গা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড এ।

একরত্তির কামাল ,উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্য গুড়িয়া গ্রামের শিক্ষক জয়দেব সরকার ,মা পায়েল সরকার, তাদের শিশু কন্যা দিশা সরকার বয়স মাত্র এক বছর দশ মাস, এই বয়স মা বাবার আদর খাওয়ার বয়স।

তবে একরত্তি অনায়াসে ভারতবর্ষের ১৭ টি রাজ্যের রাজধানীর নাম মাত্র ৫০ সেকেন্ডে বলে দিয়ে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড এ নিজের নাম নথিভুক্ত করেছে। তার কীর্তিতে গর্বিত গোটা গ্রাম থেকে শুরু করে জেলা, রাজ্য, ভারতবর্ষে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে ছোট্ট শিশু কন্যা। অনায়াসে একদিকে ভারতবর্ষের রাজ্যের রাজধানীর নাম বলতে পারে। আবার অন্যদিকে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ, ফল ও বিভিন্ন পাখির নাম ৫০ সেকেন্ডের মধ্যে বলে দিতে পারে। সেই কারণে স্বীকৃতি পেল দিশা।খুদের এমন সাফল্যে গর্বিত এলাকাবাসী।

 

আরো দেখুন:Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুতের দিদি কই বললেন রিয়াকে?