‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল শার্লি মোদককে (Sharly Modak)। এরপর ছোট পর্দা থেকে প্রায় নয় মাসের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি আবার “ফুলকি” ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। তবে নায়িকা নয়, খলনায়িকার চরিত্রে। কিন্তু এতদিন পর ছোট পর্দায় এসে কেনো খলনায়িকার চরিত্র বাছলেন তিনি?
আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে শার্লি (Sharly Modak) বলেন, “সত্যি কথা বলতে এই ৯ মাস আমি বাড়িতে বসেছিলাম। আসলে বাবা অসুস্থ ছিলেন। তাই ভাল কাজ করার ইচ্ছাটা আরও প্রবল হচ্ছিল। ব্যক্তিগত কারণেই এত দিন কাজ করিনি। মাঝে বেশ কিছু সুযোগ এসেছিল। আর এটা সত্যি কথা নায়িকা হিসাবে কাজ করার পর কেন এমন চরিত্রে কাজ করব, এই প্রশ্ন আমার মনেও এসেছিল। আমার ঘনিষ্ঠ অনেকের সঙ্গে আলোচনাও করেছি। সবার সঙ্গে কথা বলে বুঝলাম, ঠিকই তো, ভাল কাজ করা, অভিনয় করাটাই আমার লক্ষ্য হওয়া উচিত। আর এই চরিত্রে এমন কিছু স্তর আছে যা আমার কেরিয়ারের জন্য খুবই ভাল হবে। এত কিছু ভেবেই শালিনী চরিত্রটার জন্য রাজি হওয়া।”
আরও পড়ুন: Icche Putul: বন্ধ হয়ে যাচ্ছে “ইচ্ছে পুতুল”? কি জানালেন ধারাবাহিকের নায়ক মৈনাক?
Image source-Google