ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, বিজেপির উদ্বাস্তু সেলের ডাকা বৈঠকে দেখা গেল না জেলা সভাপতি এবং শান্তনু অনুগামীদের ।

শুক্রবার উত্তর ২৪ পরগনার বনগাঁর পথসাথী লজে বিজেপির উদ্বাস্ত সেলের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি রামপদ দাস, মনস্পতি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা বিজেপি সাধারণ সম্পাদক প্রবীর রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। কিন্তু আশ্চর্যজনকভাবে এই বৈঠকে দেখা গেল না বর্তমান বিজেপি জেলা সভাপতি দেবদাস মন্ডল এবং শান্তনু ঠাকুরের অনুগামীদের। যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আদি বিজেপি এবং নব্য বিজেপির লড়াই প্রকাশ্যে।

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, বিজেপি গোষ্ঠী কোন্দলে জর্জরিত। পায়ের তলায় মাটি হারালে যা হয়।

উদ্বাস্তু সেল দিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে না আগামী লোকসভা নির্বাচনে ৪২ -০ ফলাফলে বিজেপি হারবে।

যদিও গোষ্ঠী দ্বন্দ্বের কথা মানতে নারাজ বিজেপি।এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

 

আরো দেখুন:Icche Putul: বন্ধ হয়ে যাচ্ছে “ইচ্ছে পুতুল”? কি জানালেন ধারাবাহিকের নায়ক মৈনাক?