রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিল্লিতে দুদিন জোরদার আন্দোলন কর্মসূচি গড়ে তুলেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল সংসদদের প্রতি দিল্লী পুলিশের চরম দুব্যবহারের ছবি দেখেছে গোটা দেশ।ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল দলের একাধিক সদস্য।আর এবার সরাসরি দিল্লি থেকে ফিরে এই ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং।
বুধবার জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় দলীয় কর্মীদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন সাংসদ। সেখানে তাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দুদিন দিল্লিতে যে কর্মসূচি নেওয়া হয়েছিল যেখানে পুলিশের ভূমিকা ছিল নিন্দনীয়।একইসঙ্গে তিনি আরো বলেন,- যদি কেউ দোষ করে থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু গোটা বাংলার মানুষকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের ঠিক না।
আরো দেখুন:TMC:অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লী পুলিশের আটকের প্রতিবাদে রেল অবরোধ তৃণমূলের