রাজধানীর বুকে ২ দিনের কর্মসূচিতে দিল্লি কাঁপিয়ে দিল তৃণমূল। অথচ দলের সুপ্রিমো থাকলেন না। শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরোতেই পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তী কর্মসূচি নাকি তাঁর নেতৃত্বেই হবে, এমনটাই মঙ্গলবার ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন যন্তর মন্তরের ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক ও সাংসদ। সেখানে এদিন মোদী সরকারকে চ্যালেঞ্জ করলেন অভিষেক। তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যদি তাঁদের আর্জি না শোনে, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবারেই। সেই মঞ্চ থেকেই অভিষেক জানিয়েছেন যে মমতার নেতৃত্বে গ্রহণ করা হবে পরবর্তী কর্মসূচি।

অভিষেক বলেছেন, ‘কেন্দ্র যদি বাংলার দাবি না মানে, তবে আবার দিল্লির বুকে সভা করবে তৃণমূল। তবে এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক লক্ষ মানুষকে নিতে দিল্লিতে আসব।’

আরো দেখুন:Ajit Doval:প্রধানমন্ত্রীর থেকে দু’গুন বেশি বেতন অজিত ডোভালের! জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বেতন কত?জানেন?