ডেঙ্গু পরিস্তিতি রোধে বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তর উদ্যোগে এবং ওয়ার্ড কমিটির তত্ত্ববোধানে পালন সচেতন মূলক কর্মসূচি।
এতদিন ধরে কি করছিল কাউন্সিলার?প্রশ্ন এলাকাবাসীদের!
বর্তমানে রাজ্য জুড়ে ডেঙ্গু পরিস্তিতি নিয়ে নাজেহাল অবস্থা।একের পর এক ডেঙ্গু আক্রান্তের খবর মিলছে।তাই এই মুহূর্তে রাজ্য জুড়ে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ডেঙ্গু পরিস্তিতি রোধে নানাবিধ কর্মসূচি,এবং সচেতন মূলক প্রচার অভিযান পালন করছে।ঠিক তেমনি বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তর উদ্যোগে এবং ওয়ার্ড কমিটির তত্ত্ববোধানে পালন করা হয় এদিন সচেতন মূলক কর্মসূচি।
পরিষ্কার করা হয় নর্দমা,ড্রেন,ছড়ানো হয় ব্লিচিং পাউডার।
কিন্তু এরমধ্যেও প্রশ্ন একটাই,ডেঙ্গুর চোখ রাঙানি অনেকদিন আগে শুরু হয়েছে।তাহলে এতদিন ধরে কি করছিল কাউন্সিলার?কেনো এই নোংরা আবর্জনা আগে পরিষ্কার করেনি?সল্টলেকের মতো এত উন্নয়নশীল জায়গার এমন হাল কি করে হয়?এলাকাবাসীরা এই প্রশ্ন তুলে ধিক্কার জানিয়েছেন এদিন।
আরো দেখুন:Purba Medinipur:মহত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিনে পালন সাফাই অভিযান