গত ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আর সেই নির্দেশ মেনে ইতিমধ্যে দলীয় নেতৃত্বরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাবে আশা শুরু করে দিয়েছেন।আজ সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সেই একই সুর তুললেন বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল ঘোষ কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয়ে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদের সুর তোলেন।এর সাথে সাথে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া, রাস্তা ড্রেন জলনিকাশি ব্যবস্থা সহ রাজ্যবাসীর সুবিধার্থে জন কল্যাণ মূলক কোনো কাজেই মেলে না কেন্দ্রের সাহায্য। আর নিজেদের প্রাপ্য টাকা আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন ফের দিল্লি চলোর ডাককে সফল করার উদ্দেশ্যে এদিন সাংবাদিক বৈঠকের আয়োজন করেন ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য, মন্ত্রী পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা।

কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তোলেন বিধায়ক নির্মল ঘোষ। সমস্ত বাধা উপেক্ষা করে ট্রেনের বদলে বাসে ইতিমধ্যে জব কার্ড হোল্ডাররা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন।

স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে রাজ্যবাসীদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে একের পর এক প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক নির্মল ঘোষ।

 

 

আরো দেখুন:Bank Holiday:অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৮ দিন!মাস পড়ার আগেই জেনে নিন সেই তালিকা