আজ পবিত্র বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে এক মহৎ উদ্যোগ নিল মেদিনীপুর (Midnapore) শহরের ১১ নম্বর ওয়ার্ডের অলিগঞ্জ মহল্লায় অবস্থিত “নসীব ক্লাব” এর সদস্যবৃন্দ।১১ নম্বর ওয়ার্ডের অত্যন্ত পুরানো এই ক্লাবের পক্ষ থেকে আজ অলিগঞ্জ মাদ্রাসায় “মেদিনীপুর রোটারি ক্লাব” ও “টিম রক্ত যোদ্ধা”র সহযোগিতায় এলাকাবাসী তথা ওয়ার্ডবাসীর জন্য একটি বিনামূল্যে রক্ত ও চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়।এছাড়াও আগামী সপ্তাহের মধ্যেই এই ক্লাবের পক্ষ থেকে ও রোটারি ক্লাবের সহযোগিতায় এলাকার মানুষদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা করা হয়।এলাকার প্রায় দুই শতাধিক মানুষ আজ এই ক্যাম্পে উপস্থিত হয়ে রক্ত ও চক্ষু পরীক্ষা করান।নসীব ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই মহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মেদিনীপুর পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান মাননীয় সৌমেন খান মহাশয়।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন সি.আই.সি বৃন্দ তথা সৌরভ বসু,মিতালী ব্যানার্জি,১১ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর লিপি বিষই,ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী,বিশিষ্ট সমাজসেবী তথা মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবির আগরওয়াল,মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খাঁন, মহঃ মহি উদ্দিন খাঁন,কাজী জিয়াউদ্দিন প্রমুখ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সৌমেন খান মহাশয় সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এই মহৎ কর্মসূচির জন্য নসীব ক্লাবের সমস্ত সদস্যদের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীদিনে সমস্ত কর্মসূচিতেই ক্লাবের পাশে থাকার এবং সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্যোক্তা নসীব ক্লাবের সম্মানীয় সভাপতি তথা ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এর সম্মানীয় সভাপতি সেক আজহার উদ্দিন জানান যে :- “আমাদের এই ক্লাব অত্যন্ত পুরানো ক্লাব এবং এই ক্লাবের সদস্য হিসাবে আমরা এলাকাবাসীর কাছে দায়বদ্ধ।আর সেকারণেই আজকের এই বিশেষ দিনে ওয়ার্ডবাসীর পাশে থাকার জন্য আমাদের এই ক্ষুদ্র সামাজিক কর্মসূচি।আশা করি আগামী দিনেও আমরা সকলের সহযোগিতায় এইরকম একাধিক কর্মসূচি সংগঠিত করতে পারবো”।
অন্যদিকে এই ক্লাবের সম্মানীয় সম্পাদক সেক আকবর ও কোষাধ্যক্ষ সেক আদিল হোসেন বলেন:- “আমাদের আজকের এই কর্মসূচিতে ওয়ার্ডবাসীর স্বতঃস্ফূর্ত যোগদানে আমরা মুগ্ধ। আজকের এই অনুষ্ঠান আগামীদিনে আমাদের আরও বৃহৎ কর্মসূচি আয়োজনে উৎসাহিত করবে”।
শুধু তাই নয়,নসীব ক্লাবের এই মহৎ উদ্যোগে সমস্ত এলাকাবাসী যথেষ্ট আনন্দিত ও গর্বিত।তাঁরা জানান যে, “আমাদের ওয়ার্ডে একাধিক ক্লাব রয়েছে।কিন্তু নসীব ক্লাব এর আয়োজনে এই এলাকায় সম্ভবতঃ প্রথমবার আজকের এই পবিত্র দিনে যে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হলো তা সত্যিই নজিরবিহীন।আমরা যথেষ্ট আনন্দিত ও গর্বিত”।
আরও পড়ুন:Sundarban:সুন্দরবনে কাঁকড়া ধরাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের জখম ১০