ডেঙ্গুতে আক্রান্ত রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি!বেশ কয়েকদিন ধরেই প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন তাপসবাবু।তারমধ্যে হয় রক্তপরীক্ষা।মঙ্গলবার আসে রিপোর্ট।তাতেই দেখা যায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বিধায়ক।ইতিমধ্যেই বিধায়ককে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানেই চলছে চিকিৎসা।

সূত্রের খবর, কলকাতা পুরনিগমের ১০ নম্বর বোরোতে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। অন্যদিকে যাদবপুর এলাকা আবার বর্তমানে কলকাতার অন্যতম ডেঙ্গি হটস্পট। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি এবং বিক্রমগড় ঝিল ডেঙ্গির মশার দাপট। তাতে আরও বেড়েছে চিন্তা। মাঠে নেমে পরিস্থিতি তদারকি করছেন খোদ ডেপুটি মেয়র। তৈরি হচ্ছে নিত্যনতুন নির্দেশিকা।

এদিকে রিপোর্ট বলছে, গত বছরের থেকে এবারে গোটা রাজ্যেই ডেঙ্গির প্রকোপ অনেকটাই বেশি। শহর থেকে গ্রাম, সর্বত্রই একই ছবি। তবে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে জেলা থেকেই। যদিও সরকারি হিসেব বলছে, এখনও কলকাতায় মৃতের সংখ্যা ৩। তবে লাগাতার আক্রান্তের সংখ্যা বাড়ায় তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

 

আরো দেখুন:Meesho:পাঁচ লাখ শূন্যপদে চাকরির সুযোগ নিয়ে,পুজোয় বড়সড় চমক দিতে চলেছে ই-কমার্স সংস্থা মিসো!