২৪শে সেপ্টেম্বর ছিল ডটার্স ডে। তবে সেদিন মহুলকে নিয়ে কিছু না লিখলেও পরের দিন মহুল ও শোভনকে নিয়ে লম্বা পোস্ট করলেন বৈশাখী বন্দোপাধ্যায় (Baisakhi Banerjee)।
মহুলের ছোটবেলা থেকে বর্তমান সময়ের নানা ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কাল ডটার্স ডে ছিল মহুল? আমার জন্য তো সেই ২০১২ সালের ১ নভেম্বর থেকে প্রতিদিনই ডটার্স ডে। আমি অত্যন্ত ধন্য তোমার মতো একজন মেয়ে, একজন বন্ধুকে পেয়ে যে সবসময় আমায় সঠিক পথে চালিত করেছে। আমি চাই তুমি একজন যোদ্ধা হিসেবে নিজেকে তুলে ধরো। তুমি জানো মহুল, আমায় নিয়ে যা যা কথা বলা হয়েছে ভালো মন্দ, নোংরা, প্রশংসনীয় তার মধ্যে সব থেকে কোনটা ভালো? আমি মহুলের মা। তোমায় ভীষণ ভালোবাসি।’
তবে শুধু মেয়ের জন্য নয়, শোভনের জন্যেও লিখেছেন বৈশাখী (Baisakhi Banerjee)। এদিন বিশেষ মানুষের জন্য বৈশাখী লেখেন, ‘আমি যতই বলি মহুল কেবল আমার মেয়ে, শোভন ওর কাছে বাবার থেকেও বেশি। আমি যে মানুষটাকে ডিভোর্স দিয়ে চলে এসছি সে আমায় মহুলের মা হতে সাহায্য করেছে, আমি তার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকতে চেয়েছিলাম। কিন্তু সে এমন এক মহিলার পা চাটতে শুরু করে যে আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছে, শিডিউল কাস্ট হওয়ার জন্য তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এদিকে মহুলের দুষ্টু শোভনকে দেখুন যে ওকে আশ্রয় দিয়েছে, ওর পাশে থেকেছে সব কিছুতেই।’
তিনি আরও লেখেন, ‘এবার অনুমান করুন তো যে ডটার্স ডে’তে ও মহুলকে কী উপহার দিয়েছে? মহুল দুবছর আগে দুষ্টুকে বলেছিল যে ও আর মনোজিতের পদবী ব্যবহার করতে চায় না। গতকাল শোভন ওকে ফাইনালি সেই সার্টিফিকেট দেয় যেখানে ও কেবল রিলিনা বন্দ্যোপাধ্যায়, রিলিনা বন্দ্যোপাধ্যায় মণ্ডল নয়। এখন থেকে মহুল খালি আমার, আমার মেয়ে। অনেক ধন্যবাদ শোভন।’
আরো পড়ুন: Priyanka Chopra: বোনের বিয়েতে অনুপস্থিত দিদি, দূর থেকেই শুভেচ্ছা বার্তা পাঠালেন
Image source-Google