রবিবার জীবনের ৭৩ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিজেপির তরফে তাঁর জন্মদিন পালনে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।এছাড়াও ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর,উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,বিজেপি সভাপতি জেপি নাড্ডা,কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।শুধু তাই নয়,প্রধানমন্ত্রীর জন্মদিন আজ সাড়ম্বরে পালন করছেন দলীয় কর্মীরাও।

আজ প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষ ভাবে উদ্‌যাপন করতে একাধিক পরিকল্পনা নিয়েছে তাঁর দল বিজেপি। ‘নমো বিকাশ উত্‍সব’, ‘সেবা পাখওয়াড়া’ কর্মসূচির সূচনা হচ্ছে রবিবার। একই দিনে ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান’ কর্মসূচিও আরম্ভ হবে।আগামী বছর লোকসভা ভোট। তা মাথায় রেখে এবার প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হতে চলেছে PM বিশ্বকর্মা প্রকল্প। এই প্রকল্পে OBC সমাজের শিল্পী ও কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।শুধু তাই নয়,প্রধানমন্ত্রীর জন্মদিনে চালু হবে আয়ুষ্মান ভব প্রকল্পও। এর মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরির ওপরে জোর দেওয়া হবে।

আরো জানা গিয়েছে, আজ নতুন দিল্লির দ্বারকায় আন্তর্জাতিক কনভেনশন এবং এক্সপো সেন্টার যশোভূমির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।এছাড়াও দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও সূচনা করবেন তিনি।

একইসঙ্গে রাজনৈতিক বিরোধ ভুলে আজ মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন,তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,কংগ্রেস নেতা রাহুল গান্ধী,দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 

 

আরো দেখুন:Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে রেকর্ড গড়তে পারেন ভারতীর ক্রিকেটাররা