পূর্ব বেরাবেরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প!
বিধাননগর পৌরনিগম ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ রহিমা বিবি মন্ডলের উদ্যোগে শনিবার অর্থাৎ ১৬ ই সেপ্টেম্বর পূর্ব বেরাবেরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পয়লা সেপ্টেম্বর অর্থাত্ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত।
জানা গিয়েছে,এবার এই দুয়ারে সরকার শিবির থেকে পুরনো সমস্ত রকমের সুবিধা ছাড়াও চারটি নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মান্যতা দিয়ে বিধাননগর পৌরনিগম ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ রহিমা বিবি মন্ডলের উদ্যোগে শনিবার অর্থাৎ ১৬ ই সেপ্টেম্বর পূর্ব বেরাবেরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বসে দুয়ারে সরকার ক্যাম্প।
এদিনের ক্যাম্পে সাধারণ মানুষ সবরকম সুবিধা পাচ্ছে কিনা,তা নিজে এদিন তদারকি করে দেখেন কাউন্সিলর রহিমা বিবি মন্ডল।কাউন্সিলরের এমন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান সকল সাধারণ মানুষরা।
আরো দেখুন:Purulia:পথ দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ পুরুলিয়ার ইনার হুইল ক্লাব এবং রোটারি কমিউনিটি ক্রপসের