সিনেমা ছাড়াও ওয়েব সিরিজ এবং সিরিয়ালের মাধ্যমে সবসময় নিজেকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করেন অপরাজিতা আঢ্য (Aparajita Aadhya)। তবে শোনা যাচ্ছে সিরিয়াল করার ক্ষেত্রে তিনি নাকি প্রচুর পরিমাণে অর্থ নিয়ে থাকেন। তবে সত্যি কি তাই?

সম্প্রতি চিনি ২ এর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে অপরাজিতা (Aparajita Aadhya) বলেছিলেন, ‘যেহেতু আমাকে নিয়ে সিরিয়াল করা আর্থিক ভাবেও অনেকটা বড় জায়গা রাখে। আমাকে নিতে গেলে মানুষকে ভাবনা-চিন্তা করতে হয়। কারণ অর্থের একটা বড় জায়গা আছে।’

তবে এবার তার প্রচুর অর্থ দাবি করা নিয়ে অপরাজিতা জানালেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকে কেন ফিরছ না? আমার জবাব ছিল আমাকে নিতে গেলে তো গল্প নিয়ে ভাবতে হবে। চরিত্র নিয়ে ভাবতে হবে। আর্থিক বিষয়টাও আছে। তবে আমি তো বলিনি আমাকে নিতে গেলে অনেক টাকা দিতে হবে।’

এরপর উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘ধরো বুম্বাদাকে নিয়ে কোনও কাজ করলাম, সেক্ষেত্রেও তো প্রথমেই আমাকে গল্পটা নিয়ে ভাবতে হবে। সেই সঙ্গে আর্থিক বিষয়টাও আছে। এটাই তো স্বাভাবিক। সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে গল্পের বিষয়া যেমন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আর্থিক স্বচ্ছন্দ্যের বিষয়টাও। তাঁকে তো আমি যা খুশি তাই দিতে পারি না। তবে এই কথাগুলোকে যদি ভুলভাবে পরিবেশন করা হয় তার দায় তো আমার নয়।’

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় জলসাতে দেখা যাবে তার নতুন ধারাবাহিক। মা মেয়ের সমীকরণ ফুটে উঠবে সেখানে তা চ্যানেলের তরফের প্রোমো থেকেই বোঝা যাচ্ছে। একইসঙ্গে জি বাংলায় শুরু হচ্ছে “মিলি”। দেখা যাক টিআরপির লড়াইতে কে কাকে টেক্কা দেয়।

আরও পড়ুন: Debashree Ganguly: বড় পর্দার পর এবার ছোট পর্দায় আসছেন শুভশ্রীর দিদি দেবশ্রী

Image source-Google

By Torsha