বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ক্রিমি চিকেন।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

১ কেজি বোনলেস চিকেন, আদা বাটা, রসুন বাটা, পরিমাণমতো টক দই, ২-৩টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি,

১ চামচ মাখন, কাঁচা লঙ্কা বাটা, ১/২ কাপ ফ্রেশ ক্রিম, ধনে পাতা কুচি, ১ টেবিল চামচ কসৌরি মেথি, স্বাদমতো নুন।

প্রণালী:

মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বড় সাইজের বাটিতে মুরগির মাংস নিন। এতে আদা বাটা, রসুন বাটা, টক দই, কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন দিয়ে মাংসটা এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

কড়াইতে মাখন গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা লালচে হলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করতে থাকুন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন।

এবার এতে গোলমরিচ গুঁড়ো ও ফ্রেশ ক্রিম দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন মাংসের সঙ্গে। উপর থেকে অল্প মাখন ছড়িয়ে দেবেন। মাংস রান্না হয়ে গেলে কসৌরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিন।

ধনে পাতা কুচিও দিয়ে দেবেন। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করুন। তারপর আঁচ নিভিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন! রুটি, পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

আরো পড়ুন: Aparajita Aadhya: সিরিয়াল করার ক্ষেত্রে তিনি নাকি প্রচুর পরিমাণে অর্থ নেওয়ার প্রসঙ্গে কি বললেন অপরাজিতা?

Image source-Google

By Torsha