এখন থেকে সব মহিলারাই মাস গেলে পাবেন ৬০০০ টাকা!শুনতে অবাক লাগছে? কারা পাবে এই সুযোগ?কিভাবেই বা আবেদন করবেন?জানেন?

লক্ষীর ভান্ডার চালু করে রাজ্যের মহিলাদের মন জয় করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের সরকারের পক্ষ থেকে ৫০০-১০০০ টাকা করে দেওয়া হয়। কিন্তু এবার আরও বড় প্রকল্প আনা হয়েছে সরকারের পক্ষ থেকে।এই প্রকল্পের মাধ্যমে এবার মহিলারা পাবেন ৬০০০ টাকা করে।রাজ্য সরকার বিবাহিত-অবিবাহিত সকল মহিলাদেরই দেবে এই টাকা?তবে এর জন্য বরাদ্দ রয়েছে কিছু শর্ত!

কি সেই শর্ত?কি ভাবে প্রকল্পের জন্য আবেদন করবেন আপনি?কোথায় গেলেই বা এর সুবিধা পাওয়া যাবে?সে বিষয়ে জানেন?

রেশম খাদি ও পল্লী শিল্প সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি বিবাহিত-অবিবাহিত বেকার নারীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেবে।

জানা গিয়েছে,চরকায় মসলিন সুতো কাটা, বস্ত্র তৈরি করা সহ বিভিন্ন হস্তশিল্পের বিষয়ে প্রশিক্ষণ দেবে।আর এই প্রশিক্ষণ শেষে থাকবে কর্মসংস্থানের সুযোগ।সেখান থেকে প্রতি মাসে ন্যূনতম আয় হতে পারে ৬০০০ টাকা।

এর জন্য প্রয়োজন মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড ও ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট, আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে উপযুক্ত নথি সহ সেখানেই সেটি জমা দিতে হবে।

 

 

আরো দেখুন:Purulia:মনিপুর কান্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল পুরুলিয়ার কোটশিলায়!