‘স্নাতক হতে চাই…’ চল্লিশ পেরিয়ে উচ্চ মাধ্যমিকে বসলেন বিজেপি বিধায়ক!

রাজনীতির কারবারি হয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনও মানদণ্ড থাকে না। জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রেও তাই। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কেউ বিধায়ক বা মন্ত্রী হতে পারেন। অনেক সময় বিরোধীরা নির্বাচিত প্রতিনিধির শিক্ষাগত যোগ্যতার প্রমাণকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকেন।

তবে বিধায়ক হওয়ার পরেও নিজের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করার ইচ্ছা বা প্রয়াস, খুব একটা চোখে পড়ে না। তবে সবক্ষেত্রেই ব্যতিক্রম থাকে। তেমনই এক ব্যতিক্রম হলেন বনগাঁর বিজেপি বিধায়ক। পড়াশোনার ইচ্ছা তাঁকে টেনে নিয়ে গেলে শিক্ষাঙ্গনে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

পরীক্ষা দিয়ে বেশ খুশি বিধায়ক। জানালেন, পরীক্ষা ভালই হয়েছে তাঁর। তবে একসঙ্গে সব কটি বিষয়ের পরীক্ষা দিচ্ছেন না তিনি। ২০২২ সালে তিনটি বিষয়ের পরীক্ষা দিয়েছিলেন স্বপন। চলতি বছরে ২টি বিষয়ে পরীক্ষা দেবেন তিনি। বুধবার বনগাঁর কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতন হাইস্কুলে গিয়ে এডুকেশন বিষয়ের পরীক্ষা দিলেন স্বপন।

এদিকে বিধায়ক এদিন পরীক্ষা দেওয়ায় পরীক্ষাকেন্দ্রের বাইরে এসে হাজির হন স্থানীয় বিজেপি কর্মীরা।

 

 

আরো দেখুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ও স্বাস্থ্যকর মেথি পরোটা