নদীতে মাছ ধরতে গিয়ে এ কি উঠল জালে?রীতিমত হতবাক জেলে!কোথা থেকে নদীতে এল এই প্রাণী?আতঙ্কে এলাকাবাসী!

নদীতে মাছ ধরতে গিয়ে উঠে এল আস্ত একটি ঘড়িয়ালের বাচ্চা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ফুলহর নদীতে। প্রতিদিনের মতো সোমবার বিকেলে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এবং এদিন সকালে সেই জাল তুলতে গিয়ে তারা দেখেন, জালের মধ্যে বেশ বড় আকারের কুমিরের মত দেখতে কিছু একটা নড়াচড়া করছে।

এলাকাবাসী থানায় খবর দিলে বনদপ্তরের আধিকারিকরা এসে ঘড়িয়ালের বাচ্চাকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে যায়। তবে, ঘড়িয়াল উদ্ধারকে ঘিরে মানিকচকের মথুরাপুর উৎসবটোলা এলাকায় বেশ শোরগোল পরে গিয়েছে৷ পাশাপাশি এহেন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানা গিয়েছে।

এখন দেখার গ্রামবাসীদের এই দাবি মেনে নেয় কিনা প্রশাসন।

 

আরো দেখুন:Purulia:ইনার উইল ক্লাবের উদ্যোগে,রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের শৌচালয়ের উদ্বোধন