জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকার মালিক?দেশের সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী বা কে? কে বা সবচেয়ে ধনী?কার কাছে কত টাকার সম্পত্তি রয়েছে?জানেন?

রাজ্যের সেবার্থে, বিশেষ করে গরীব মানুষদের উন্নয়নের জন্য হাজারও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতার শীর্ষে যারা অবস্থান করছেন তারাই হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান,এবং মুখ্যমন্ত্রী পদে যারা রয়েছেন তারা। বর্তমানে ভারতবর্ষে যে কজন মুখ্যমন্ত্রী রয়েছেন তারা প্রায় সকলেই কোটিপতি। কার সম্পত্তির পরিমাণ কত,জানেন?

ওয়াই এস জগনমোহন রেড্ডি:- দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগনমোহন রেড্ডি। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর কাছে মোট ৫১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

অরবিন্দ কেজরিওয়াল:- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একজন কোটি পতি। স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর রয়েছে ৩.৪৪ কোটি টাকার সম্পত্তি।

পুষ্কর সিংহ ধামী:- উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর রয়েছে ৩.৩৪ কোটি টাকার সম্পত্তি।

নীতিশ কুমার:- বিহারের নীতিশ কুমার ৩.০৯ কোটি টাকার সম্পত্তির মালিক।

ভগবন্ত মান:- পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের রয়েছে ১.৯৪ কোটি টাকার সম্পদ।

এন বিরেন সিংহ:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহের কাছে রয়েছে ১.৪৭ কোটি টাকার সম্পত্তি।

মনোহর লাল খট্টর:- হরিয়ানার মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী হিসেবে দু’বার নির্বাচন জিতেছেন। তিনিও একজন কোটিপতি মুখ্যমন্ত্রী। তাঁর কাছে আছে ১.২৭ কোটি টাকার সম্পদ।

পিনারাই বিজয়ন:- কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের রয়েছে ১.১৮ কোটির সম্পত্তি।

যোগী আদিত্যনাথ:- উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ১.৫৪ কোটি টাকা সম্পত্তির মালিক।

মমতা বন্দ্যোপাধ্যায়:- এক যুগ ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেশের ২৮টি রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর মধ্যে তিনিই সবচেয়ে গরিব। দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীরা যেখানে টাকার পাহাড়ের ওপরে বসে সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তবে সবটাই অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি বলে কিছু নেই তাঁর।

 

আরো দেখুন:Malda:নদীতে মাছ ধরতে গিয়ে এ কি উঠল জালে?হতবাক জেলে!