“মেদিনীপুর (Midnapore) সদর মহকুমা ক্রীড়া সংস্থা”র পরিচালনায় গতকাল (ইং:-2/9/2023 তারিখ,শনিবার) থেকে শুরু হলো “সাব ডিভিশন ফুটবল লীগ ২০২৩” এর “দ্বিতীয় ডিভিশন” এর খেলা।গতকাল মেদিনীপুর শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ঠিক দুপুর ২টায় দ্বিতীয় ডিভিশনের উদ্বোধনী ম্যাচে ফুটবলের হাড্ডাহাড্ডি লড়াই এ মাঠে নেমেছিল “এমপ্লয়িজ স্পোর্টস ক্লাব অফ বেঙ্গল” এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে মেদিনীপুর শহর তথা জেলার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ফুটবল ক্লাব “মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর”। উল্লেখ থাকে যে,”মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর” কলকাতার শতাব্দী প্রাচীন মহামেডান ক্লাবের পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র ফ্যান ক্লাব হিসাবে সুপরিচিত এবং এই ক্লাব মহামেডান ক্লাবের অফিসিয়াল ফ্যান ক্লাব “ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব (অফিসিয়াল) এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখারও প্রধান কার্যালয় হিসাবে সুপরিচিত।ম্যাচের শুরু থেকেই দুই দলের একের পর এক আক্রমণে ম্যাচ বেশ জমে ওঠে।কিন্তু ম্যাচের প্রথমার্ধের ১১ মিনিটে গোল করে “মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর” কে এগিয়ে দেন দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার “নিশিকান্ত হাঁসদা”।এরপর ম্যাচে সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে এমপ্লয়িজ স্পোর্টস ক্লাব অফ বেঙ্গল এর তরুণ ফুটবলাররা।কিন্তু প্রথমার্ধের ১৭ মিনিটে বিপক্ষের ফুটবলারদের গতিতে পরাস্ত করে দ্বিতীয় গোল করে স্কোর লাইন ২-০ করে ফেলেন নিশিকান্ত হাঁসদা।এর মাত্র তিন মিনিট পর দলের পক্ষে তৃতীয় গোল করে মাত্র ২০ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৩-০ করে ফেলেন মেদিনীপুর মহামেডান এর ডিফেন্সিভ লাইন আপের আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার “বাসুদেব হাঁসদা”।এর পর স্পোর্টস ক্লাব অফ বেঙ্গল এর ফুটবলাররা একাধিক আক্রমণ শানাতে শুরু করে এবং একটি গোল পরিশোধ করার মাধ্যমে প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলের ব্যবধানে।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে এমপ্লয়িজ স্পোর্টস ক্লাব অফ বেঙ্গল এর তরুণ ব্রিগেড কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করে,মেদিনীপুর মহামেডান এর একের পর এক আক্রমণের পরিবর্তে তারা মূলতঃ কাউন্টার নির্ভর ফুটবল খেলতে শুরু করে এবং দ্বিতীয়ার্ধের শুরুর কয়েক মিনিট পরেই ম্যাচ ৩-২ করে ফেলে।এরপর একদিকে যখন স্পোর্টস ক্লাবের ফুটবলাররা ম্যাচে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা করতে থাকেন,সেই সময় ব্যবধান বাড়ানোর লক্ষ্যে মেদিনীপুর মহামেডান এর একের পর এক ছন্দবদ্ধ আক্রমণে বিপক্ষের ডিফেন্স কেঁপে উঠতে থাকে,একাধিকবার দলের নিশ্চিত পতন রোধ করেন স্পোর্টস বেঙ্গল এর গোলরক্ষক,একাধিক শট গোল পোস্ট এ লাগে।অবশেষে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের মাথায় নিজের দুর্দান্ত গতি ও স্কিল কে কাজে লাগিয়ে বিপক্ষ দলের ফুটবলারদের বোকা বানিয়ে একটি চোখ ধাঁধানো গোল করে লীগের উদ্বোধনী ম্যাচেই “হ্যাট্রিক” করে যান মেদিনীপুরের সাদা কালো বাহিনীর গোল মেশিন “নিশিকান্ত হাঁসদা”।এর পর একাধিক আক্রমণ শানালেও দুই দলই গোল সংখ্যা বাড়াতে ব্যর্থ হয় এবং লীগের উদ্বোধনী ম্যাচে মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড “মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর” ৪-২ ম্যাচে জয়লাভ করে।
আজকের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক “সঞ্জিত তোরই”,সদর মহকুমা ক্রীড়া সংস্থার (যুগ্ম) সম্পাদক “সন্দীপ সিংহ” মহাশয় সহ সংস্থার বিভিন্ন আধিকারিক ও ক্রীড়াব্যক্তিত্ব বৃন্দ।
ম্যাচের পর মেদিনীপুর মহামেডান এর অধিনায়ক “সোমনাথ সাহা” ও দলের কোচ “গৌতম দেব” বলেন – “প্রথম ম্যাচ সব সময় ই চাপের থাকে,তাছাড়া প্রতিপক্ষ দল যখন অচেনা থাকে তখন ব্যাপারটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়।সেই জায়গা থেকে আমরা এই ম্যাচ জিততে পেরে যথেষ্ট খুশি”।
অন্যদিকে ক্লাবের সাধারণ সম্পাদক “সেক আজহার উদ্দিন” জানান যে – দলের ফুটবলারদের খেলায় আমরা যথেষ্ট খুশি।জেলার আপামর মহামেডান সমর্থকদের কথা মাথায় রেখে চেষ্টা করেছি আমাদের স্বল্প সামর্থ্যের মধ্যে একটা ভালো দল গড়ে তোলার।ভাগ্য সহায় থাকলে আমাদের গোল সংখ্যা আরও বাড়তে পারতো।টুর্নামেন্ট যত গড়াবে,আশা করি আমরা আমাদের সমর্থকদের আরও ভালো খেলা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ”।
আরও পড়ুন:Krishna Janmashtami:৬ নাকি ৭?এবছর জন্মাষ্টমী কবে?