আরশা কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যাপতি কুমার ভূষিত হতে চলেছেন রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কারে।
ভারতে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। সারাদেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এইদিনে।আর ঠিক এইদিনেই রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কারে ভূষিত হতে চলেছেন আরশা কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যাপতি কুমার।
রাজ্য সরকারের তরফে তার নাম ঘোষণা হতেই আবেগে ভাসছে গোটা কলেজ।পড়ুয়া, অভিভাবকদের পাশাপাশি গর্বিত কলেজের শিক্ষকরাও।
ডঃ বিদ্যাপতি কুমার ১৯৬৩ সালের ২৭ শে সেপ্টেম্বর পুরুলিয়া জেলার আড়শা থানার অন্তর্গত সট্রা গ্রামে জন্মগ্রহন করেন। ডঃ বিদ্যাপতি কুমার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন।তিনি সট্রা প্রাইমারী স্কুল, ঝুঁজ্কা জুনিয়ার হাই স্কুল, পুরুলিয়া জেলা স্কুল থেকে পড়াশোনা করেছেন।এরপর জে. কে. কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকেল ইনস্টিটিউট, কল্যানী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেও তিনি নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
প্রসঙ্গত,এবছর রাজ্যের মোট ৬৫ জন শিক্ষককে শিক্ষারত্ন দিতে চলেছে রাজ্য শিক্ষা দফতর।যারমধ্যে পুরুলিয়া থেকে পাচ্ছেন চার জন শিক্ষক। আর তারমধ্যে রয়েছেন আরশা কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যাপতি কুমার।আর রাজ্য সরকারের তরফে তার নাম ঘোষণা হতেই উচ্ছসিত গোটা আড়শাবাসি।
আরো দেখুন:Load Shedding:বাংলা জুড়ে কেন এত লোডশেডিং?আসল কারণ জানেন?