দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো ঝালদা ২ নং ব্লকের বেগুনকোদর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।

বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক সেপ্টেম্বর অর্থাত্‍ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত।

জানা গিয়েছে,এবার এই দুয়ারে সরকার শিবির থেকে পুরনো সমস্ত রকমের সুবিধা ছাড়াও চারটি নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মান্যতা দিয়ে আজ বেগুনকোদরে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প।

আজ এই দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন বেগুনকোদর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা কর্মকার,ঝালদা ২ নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি অনিল চন্দ্র কুমার সহ বিশিষ্টজনেরা।

মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে কিনা,তা এদিন নিজে তদারকি করে দেখেন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান।আর প্রধানের এমন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান সকল সাধারণ মানুষরা।

 

 

আরো দেখুন:Mamata Banerjee:বাংলার কত শতাংশ মানুষ পছন্দ করেন মমতাকে? লোকসভার আগে প্রকাশ্য রিপোর্টে চমকে যাবেন