আজ ঐতিহাসিক পুলিশ দিবস।আর এমন দিনের সকালে নয়া উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ।মহিলাদের আত্মরক্ষার জন্য উদ্বোধন করা হলো তেজস্বিনী প্রকল্পের।হাওড়া বেলিলিয়াস পার্ক অডিটোরিয়ামে এই তেজস্বিনী কর্মসূচি পালিত হয় এদিন।

একইসঙ্গে এদিনের সন্ধ্যায় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে নিবরায় ধুলোগড় ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হয় পুলিশ দিবস ও হাওড়া সিটি পুলিশের ১৪ তম জন্মদিন।

এদিন কেক কেটে এই জন্মদিন পালন করেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী।এরপর শিশুদের মধ্যে এই অনুষ্ঠানে উপহার তুলে দেন।

এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন,- ডিসিপি ট্রাফিক অর্নব বিশ্বাস, এডিসিপি সাউথ দুর্বার ব্যানার্জি, ধূলোগর ট্রাফিক গার্ডের ওসি স্বরুপ সেন, কোনা ট্রাফিক গার্ডের ওসি অতীন্দ্রনাথ মুখার্জি, নিবরা ট্রাফিক গার্ডের ওসি শ্যামল মন্ডল, বাঁকড়া ফাঁড়ির ওসি সমরেশ মিশ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

একইসঙ্গে এদিনের এই কর্মসূচীকে রঙিন করে তুলতে সাংস্কৃতিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।যা ছিল সত্যি চোখে পড়ার মতো।

 

 

আরো দেখুন:Mamata Banerjee:বোরোলিনের রমরমা ব্যবসায় হাত রয়েছে খোদ বাংলার মুখ্যমন্ত্রীর!কিভাবে তিনি সাহায্য করলেন বোরোলিনের ব্যবসা বাড়াতে?