২৪ বছর বয়সে প্রথম মেয়েকে দত্তক নেওয়ার কথা ভাবেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন (Sushmita Sen)। এরপর দ্বিতীয় মেয়েকে দত্তক নেন তিনি। একা হাতে আদর ভালোবাসায় বড় করে তুলেছেন সুস্মিতা নিজের দুই মেয়েকে। তবে মেয়েরা কোনো দোষ করলে তাদের শাসনও করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা (Sushmita Sen) বলেন, ‘‘এক বার আমরা এক রেস্তরাঁয় খেতে গিয়েছি, সঙ্গে রেনে ও আলিশা দু’জনেই ছিল। এক অনুরাগী এসে হঠাৎ করে আমাদের ছবি তুলতে শুরু করেন। আমি কখনও ছবির জন্য না বলি না। কিন্তু আমরা খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি, রেনে ওর জায়গায় নেই। তার পরেই আমি দেখি, রেনে রীতিমতো ওই ব্যক্তিকে ধমক দিয়ে ছবি মুছতে বলছে। আমি তো অবাক!’’

রেনের এই কাণ্ডের জন্যে বকাও খান তিনি মায়ের কাছে। সুস্মিতা বলেন, ‘‘আমি রেনেকে বোঝালাম যে, অন্য কাউকে ভদ্রতা শেখানোটা আমাদের কাজ নয়।’’ এরপর থেকে তিনি সকলের সাথে নম্র ভদ্রভাবে কথা বলেন। কড়া শাসনে না রেখেও কিভাবে সন্তান মানুষ করা যায় তা সুস্মিতার থেকেই শেখ উচিৎ।

আরও পড়ুন: Recipe: শাহি টুকরা বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন

Image source-Google

By Torsha